ধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলার বাওইকোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ই আগষ্ট লক্ষ্মীপুর ইউনিয়নের বাওইকোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচন সকাল ১০ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। এতে দুইটি প্যানেল জামায়াত ও বিএনপির ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১০ জন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইঞ্জিনিয়ার মাজেদুল ইসলামের প্যানেলে ৪ জন এবং বিএনপির প্যানেলে ১ জন জয়লাভ করেন।
নির্বাচিত প্রার্থীরা হলেন, সাধারণ অভিভাবক সদস্য পদে ১। মো: বকুল প্রামাণিক ৯০ ভোট পেয়ে বিজয়ী ২। মোহাম্মদ আতোয়ার আলী ৮১ ভোট পেয়ে লটারিতে দ্বিতীয় হয়েছে নিজয়ী এবং ৩। মোহাম্মদ রফিকুল্লাহ ৮১ ভোট পেয়ে লটারিতে তৃতীয় হয়ে বিজয়ী হন ।
ইবতেদায়ি স্তরে সাধারণ সদস্য পদে ১৮ ভোট পেয়ে বিএনপির প্যানেল থেকে মোঃ মকবুল হোসেন বিজয়ী হয়েছেন । সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসাবে কুমকুম খাতুন ১০৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন ।
শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ তোফাজ্জল হোসেন লটারিতে প্রথম স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন ।
দাতা সদস্য মোঃ হেলাল উদ্দিন দুই ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
পিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, আটঘরিয়া উপজেলা কার্যালয়ের তথ্য ও যোগাযোগ আইসিটি বিভাগের অফিসার রোকনুজ্জামান ।