মঙ্গলবার( ১২ আগষ্ট) বেলা ৫ টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর জামায়াত অফিসে পুঠিয়া উপজেলার উদ্যেগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবক। প্রায় ২৭ লক্ষ বেকার যুবক রয়েছে। কিন্তু সে তুলনায় কর্মসংস্থান নাই। ফলে যুবকরা হতাশার মাঝে নিমজ্জিত হচ্ছে। এ অবস্থায় তিনি যুবকদের শুধু চাকরির পিছনে না ছুটে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তিনি তার বক্তব্য আরো বলেন, বিগত গণ অভ্যুত্থানে যুবকদের ভূমিকা অপরিসীম, আগামীতেও সুন্দর সমাজ বিনির্মাণে যুবকরা অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল মান্নান প্রমুখ।