লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর)উপজেলার ৬নং লামচর ইউনিয়নের উত্তর কালিকাপুর ভূঁইয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,উত্তর রসুলপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ আব্দুর রহিম (৪২), উত্তর কালিকাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ রুবেল হোসেন (২৫),করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর গ্রামের মৃত মফিজুল্লাহর ছেলে
মোঃ বাবুল মিয়া (৫৫) ও উত্তর কালিকাপুর গ্রামের মৃত শহীদুল্লাহ মেম্বারের ছেলে
মোঃ তারা মিয়া (৫০)।
পুলিশ জানায়,এরা সবাই ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং ইয়াবা সেবনকারী। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুপুর কুমার দাশের নেতৃত্বে লামচর ইউনিয়নের তারা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আসামি আব্দুর রহিমের পরিহিত টি-শার্টের বুকপকেট থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই নুপুর কুমার দাশ বাদী হয়ে রামগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারা অনুসারে মামলা দায়ের করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী জানান, মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে এবং আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব সংবাদ : 
























