মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি
বুধবার ২৯ অক্টোবর বিকেলে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভোলার মনপুরা থেকে বিক্রির জন্য নিয়ে আসা প্রায় ৩ শতাধিক কেজি পঁচা ইলিশ জব্দ করে মাটি চাপা এবং এবং মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনী এ অভিযান চালায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, “অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মাছের ট্রলারে নষ্ট পচা ইলিশ মাছ পাওয়ায় হেলাল মাঝি নামক (মনপুরা, ভোলা) একজন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।”
ওই ব্যক্তির পক্ষে মো. মোস্তফা মাল নামক একজন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জরিমানা পরিশোধ করেন। অভিযুক্ত ব্যক্তি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন।
এসময় নষ্ট পঁচা ইলিশ মাছ (আনুমানিক ৩৩০-৩৫০ কেজি) কেরোসিন ঢেলে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও অন্যান্য মৎস্য ব্যবসায়ী, জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি ফারহানা আকতার রুমা এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।
জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিজস্ব সংবাদ : 
























