রংপুরের তারাগঞ্জে ৫ মাসের শিশু কন্যাকে জবাই করে হত্যা
মা–বাবা ও দাদি আটক, এলাকায় চাঞ্চল্য
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাত্র পাঁচ মাস বয়সী এক শিশু কন্যাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা, বাবা ও দাদিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুখ বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব বা কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।”
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে এমন ভয়াবহ ঘটনার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে হত্যা করতে নিজের পরিবারের সদস্যরাই জড়িত থাকতে পারে—এমন খবর এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।