রংপুরের পীরগঞ্জে দুই স্ত্রীর ঝগড়ায় অতিষ্ঠ হয়ে এক রাজমিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৯ নম্বর পীরগঞ্জ ইউনিয়নের হীলি (মিয়াপাড়া) গ্রামে।
নিহত ব্যক্তির নাম তাহিরুল ইসলাম ওরফে দুখু মিয়া (৪২)। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মিস্ত্রী পেশার কারণে তাহিরুল একাধিক বিয়ে করেছিলেন। বর্তমানে তার দুই স্ত্রী একসাথে নিজ বাড়িতে বসবাস করছিলেন।
স্ত্রীদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও অশান্তি লেগেই থাকত। এর সঙ্গে যোগ হয় পরিবারে অভাব-অনটন। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তাহিরুল।
অভিযোগ রয়েছে, তিনি মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন। প্রায়ই গাঁজা খেয়ে মাতাল অবস্থায় চলাফেরা করতেন।
দিন দিন পরিবারে অশান্তি ও আর্থিক সংকট বেড়েই চলছিল। অবশেষে এসব সহ্য করতে না পেরে সোমবার বিকেলে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।