লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ ও আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় উপজেলার লক্ষ্মীধরপাড়া বাজাররস্থ ব্যাংক এশিয়ার এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ ও আর্থিক সাক্ষরতা কর্মশালায় ব্যাংক এশিয়ার রায়পুর উপজেলার বিজনেস অফিসার মোহাম্মদ ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও লক্ষীধরপাড়া শাখার ব্যাংক ম্যানেজার এ কে এম আলিমুজ্জামান নাসিরের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলেশনশিপ বিজনেস ম্যানেজার মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিওয়ালা এজেন্ট ব্যাংক ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান,আমার দেশ রামগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রানা মনি, এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মী ধর পাড়া শাখার সিএসও মোহাম্মদ মারুফ হোসেন রনি, ফখরুল ইসলাম, রেহেনোমা সুলতানা সহ প্রায় শতাধিক গ্রাহক। এ সময় বক্তারা ব্যাংক এশিয়ার সুবিধা তুলে ধরে বক্তব্য প্রদান করেন,এবং ব্যাংকের নিরাপত্তা সম্বন্ধে গ্রাহকদেরকে বুঝিয়ে বলেন। অনুষ্ঠান শেষে রেফেল ড্রর মাধ্যমে গ্রাহকদের পুরস্কার প্রদান করা হয়