সাংবাদিক ফয়সালের বাসার মালামাল চুরি!
আজ রাত ৮টায় কৃষান মাঝি পত্রিকার সাংবাদিক এবং নিউটাউন সোসাইটির ২০ নং ব্লকের সভাপতি ফয়সাল মাহমুদের ডেমরার বাসায় চুরি করে মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায় ফয়সাল মাহমুদ বাসায় একা থাকতেন। আজ দুপুরে খেয়ে বিকাল ৪টায় অফিসে চলে যায়। এদিকে বাসা খালি পেয়ে তালা ভেঙে কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় বাড়িওয়ালা ও স্থানীয় লোকজন এসে দুঃখ প্রকাশ করেন।।