পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের উত্তর প্রধানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাড়িভাসা ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউজ্জামান পাটোয়ারী রুবেল।
প্রধান বক্তা ছিলেন হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল।
সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজিজার রহমান এবং সঞ্চালনায় ছিলেন মোঃ হাতেম তাই, সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড বিএনপি।
সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, দলের তৃণমূল সংগঠনকে সুসংগঠিত করে আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
সমাবেশের মূল উদ্দেশ্য ছিল ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও ঐক্যবদ্ধ করা, দলের তৃণমূল কাঠামো পুনর্গঠন করা এবং জাতীয় রাজনীতির চলমান প্রেক্ষাপটে দলের পরবর্তী কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা।
বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মীসভা দলের ভিত্তি আরও মজবুত করবে এবং বিএনপির আন্দোলনকে তৃণমূল পর্যন্ত প্রাণবন্ত করে তুলবে।
পঞ্চগড়ে হাড়িভাসায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
-
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১২:২৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- ২৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত