মনোয়ারুল ইসলাম রংপুর জেলা সংবাদদাতা
রংপুর জেলা বিএনপির সদ্যপ্রয়াত সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতৃবৃন্দ। আজ শনিবার দুপুর ১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে সংগঠনের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ছোট নুরপুর কবরস্থানে গিয়ে লাকুর কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতের পর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য রকিব রানা মাসুদ, রংপুর মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির নয়ন ও শান্তি কাদেরি, জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরীসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।