মনোয়ারুল ইসলাম রংপুর জেলা সংবাদদাতা
রংপুর মহানগর যুবদলের আওতাধীন ১৬ ও ২৭ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (১১অক্টোবর) বিকাল ৫ টায় ১৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক হাবিবুর রহমান শামিম এর সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দন জুয়েল এর সঞ্চালনায় সিও বাজার সদর উপজেলা চত্ত্বরে এবং সন্ধ্যা ৭ টায় ২৭ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক তাসবির হোসেন কাওসার এর সভাপতিত্বে ও সদস্য সচিব মেরাজুল ইসলাম মেরাজ এর সঞ্চালনায় শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউট হলরুমে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও কোতোয়ালি (মেট্রোপলিটন) থানা যুবদলের আহবায়ক ওয়াহিদ মুরাদ প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল ইসলাম রাবুর সভাপতিত্বে ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনের সার্বিক দায়িত্ব পালন করেন, মহানগর যুবদলের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম, জুবায়ের হাসান রজু ও সিরাজুদ্দৌলা ডন।