৩১ মে শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের মাধ্যমে চাঁদপুর সাহিত্য একাডেমীর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে১৫ পদের বিপরীতে ২৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অবর্তীন হয়। সদস্যদের গোপন ভোটে এই প্রথম সাহিত্য একাডেমী, চাঁদপুরের প্রার্থীরা জয়লাভ করে।চাঁদপুর সাহিত্য একাডেমী প্রতিষ্ঠার ৪০ বছর পর এবারই প্রথম সদস্যদের প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১২৬ জন সদস্যদের মধ্যে ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন আব্দুল্লাহিল কাফি। তার প্রাপ্ত ভোট ৭২ নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. শাহজাহান সিদ্দিকী পেয়েছেন ১৩ ভোট।
পরিচালক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভকরেছেন আশিক বিন রহিম। তার প্রাপ্ত ভোট ৩৯ নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. নূরে আলম পাটওয়ারী পেয়েছেন ৩৩ ভোট। পরিচালক পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এতে বিজয়ী হয়েছে ১০ জন। বিজয়ীরা হলো নুরুন্নাহার মুন্নী (প্রাপ্ত ভোট ৭৮), মোখলেছুর রহমান ভূঁইয়া (প্রাপ্ত ভোট ৭৪), সুমন কুমার দত্ত (প্রাপ্ত ভোট ৭২), মির্জা জাকির (প্রাপ্ত ভোট ৬৯), কবির হোসেন মিজি (প্রাপ্ত ভোট ৬৬), মনিরুজ্জামান বাবলু (প্রাপ্ত ভোট ৫৫), উজ্জ্বল হোসাইন (প্রাপ্ত ভোট ৫৫), শেখ মহিউদ্দিন রাসেল (প্রাপ্ত ভোট ৫১), সাদ আল-আমিন (প্রাপ্ত ভোট ৫১) ও নূরুল ইসলাম ফরহাদ (প্রাপ্ত ভোট ৫০)।
উল্লেখ্য, নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ মে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময় ছিলো।
পৃথক পৃথক পদে মোট ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এর মধ্যে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে ২জন মনোনয়ন প্রত্যাহার করে নেন।নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই সাহিত্য প্রেমীদের আনাগোনায় জেলা প্রশাসক কার্যালয় সরগরম হয়ে উঠে। সদস্যদের মাঝে বইছে আনন্দের বন্যা। তৈরি হয়েছে উৎসব উৎসব ভাব ও উন্মাদনা। প্রার্থীরা একে অপরের সাথে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। মহাপরিচালক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন কাদের পলাশ। পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন প্রার্থী। পরিচালক পদে ৫জন মনোনয়ন সংগ্রহ করলেও দুটি পদে ২জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তাঁরা হলেন: পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান এবং পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত এবং চাঁদপুর জেলা প্রশাসনের দুজন সহকারী কমিশনার মো. নাজমুল হুদা ও মো. আনিছুর রহমান।
সকালে নির্ধারিত সময়ে সকাল ১১টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ বিকেলে সাড়ে ৪টায়। এরপর ভোট গণনা শেষে বিকেল ৫টায় চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমীর সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পূর্বে তিনি বলেন, চাঁদপুরের সাহিত্যিকরা এ নির্বাচনটি উপভোগ করেছে। তারা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে প্রচারণা চালিয়েছে। সাহিত্যপ্রেমীদের এই সৌহার্দ্যতা অন্যরাও চর্চা করবে। এটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি নির্বাচিত কমিটি সাহিত্য চর্চা ও প্রসারের পদক্ষেপ গ্রহণ করা এই প্রথম সাহিত্য একাডেমীর সদস্যরা গোপন ভোটে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হলেন। এটি অন্যান্য সামাজিকসংগঠন ও সংস্থা উদাহরণ হিসেবে নিতে পারে। এছাড়াও সহ-সভাপতি পদে একজন, পরিচালক পদে একজন ও নির্বাহী সদস্য পদে একজন জেলা প্রশাসক কৃর্তক মনোনীত হবে। তিনি বলেন, খুব শীঘ্রই নির্বাচিত কমিটি কাজ শুরু করবে। স্কুল-কলেজ ও মাদ্রাসায় সাহিত্য চর্চা ও উন্নয়নে তারা কাজ করবে। আমি নির্বাচিত সকলকে অভিনন্দন জানাইন।
চাঁদপুর সাহিত্য একাডেমীর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন
-
মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি
- আপডেট সময় ১০:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- ২২ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত