আজ ১লা জুন রবিরার। সকাল ৯ ঘটিকায় চাঁদপুর জেলার মতলব (উ:) বড়হলদিয়া গ্রামের কুড়ালী বাড়ির আলীআকবর কড়ালী ( ৬০) নামের ব্যক্তি নিজের ঘরের নষ্ট ফ্যান ঠিক করতে যায়। ফ্যানটির তার সমস্যার কারনে অচল অবস্থায় পড়ে আছে। হয়তো ভাবছে তার দুইটি ঠিকমত জোড়া দিতে পারলে ফ্যান ঠিক হয়ে যাবে। ভাগ্যের নির্মম পরিহাসে একটি তার জয়েন্ট দিতে গিয়ে দুই তার হাতের সঙ্গে লেগে যায়।
তার লেগে থাকা অবস্থায় মাটিতে পড়ে যায়। মাটিতে পড়া অবস্থায় তার স্ত্রী তাকে হাত দিয়ে ধরতে গেলে তার হাতে বৈদ্যুতিক শক লাগে।পরে তাড়াতাড়ি প্রতিবেশিদের খবর দেয়।
প্রতিবেশিরা তাড়া -তাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়।চিকিৎসক পরিক্ষা করে মৃত্যু বলে ঘোষনা করে।
গতকাল বিকেলে তার ছোট বোনকে ফোনে দাওয়াত করে। আজ বোন তার বাড়িতে এসে মৃত্যু অবস্থায় দেখে।
তার এ রকম ট্রাজেডি মৃতুতে পরিবার এবং প্রতিবেশিরা মর্মাহত।পরিবার টিতে নেমে এসেছে শোকের ছায়া।
চাঁদপুরের মতলবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
-
ছিদ্দিকুর রহমান, মতলব উপজেলা প্রতনিধি (চাঁদপুর)
- আপডেট সময় ০৩:৫৮:২০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- ৩৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত