কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের রাজারঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল চন্দ্র (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুন ২০২৫) সকাল ১১টার দিকে। নিহত দুলাল চন্দ্র ওই এলাকার সচীন চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিজ জমিতে ধান চাষের জন্য সেচ দিতে গিয়ে বিদ্যুতিক মোটরের সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন দুলাল। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে।”
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
-
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় ০৮:৫০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- ৩১ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত