ময়মনসিংহ ফুলপুরে ঈদুল আযহা ২০২৫ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে যানজট নিরসনে ফুলপুর থানা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী সংগঠন এর ট্রাফিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৩ জুন (মঙ্গলবার) বিকালে ফুলপুর বাসস্ট্যান্ডে এই ট্রাফিক কার্যক্রম এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদী, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার আহমেদ, সহ সেচ্ছাসেবী সংগঠন এর সদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঈদ উপলক্ষে গাড়ির ড্রাইভার গণ ঈদের তিন দিন আগে থেকে এক সপ্তাহ পর পর্যন্ত যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেয় অনেক সময় তারা যাত্রীদের মাঝ পথে নামিয়ে দিয়ে বেশি ভাড়া দিতে বাধ্য করে আমি সাধারণ যাত্রীদের বলব আপনাদের কারো সাথে যদি কোন ড্রাইভার এমন আচরণ করে তাহলে আপনাদের হাতে স্মার্টফোন থাকলে গাড়ির নাম্বার অথবা ড্রাইভারের ছবি তুলে আমাদেরকে জানালে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এ সময় তিনি ট্রাফিক ব্যবস্থা সুন্দর ভাবে পরিচালনা করতে পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের সহযোগিতা কামনা করেন।
ট্রাফিক ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফাহিম, মিলন, রাহাত।