সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ সময় চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে, শাহপরাণ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় থানার আওতাধীন সুরমা বাইপাস এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) সাজিব হোসেন। চেকপোস্ট চলাকালীন সন্দেহভাজন একটি নীল ও হলুদ রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬) থামার সংকেত দিলে তা দ্রুত পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে পুলিশ মুরাদপুর হাইফা বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে পিকআপটি থামাতে সক্ষম হয়। পলায়নের সময় তিনজনকে আটক করা হয়।
১. রিয়াজ ওরফে সাইফুল (২৪), পিতা: মো. আব্দুর রশিদ মাঝি, গ্রাম: চর ফয়েজ উদ্দিন, মনপুরা, ভোলা।
২. লিটন (২৩), পিতা: মো. নাছির উদ্দিন, গ্রাম: মাইনগর (পশ্চিম হাটি), শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
৩. মো. আলমগীর খান (৩৫), পিতা: মো. আমির আলী খান, গ্রাম: দপদপিয়া, নলছিটি, ঝালকাঠি।
একটি পিকআপ (রেজিঃ ঢাকা মেট্রো-ন-১৭-৫৪৩৬), মূল্য: আনুমানিক ১২ লক্ষ টাকা।
ভারতীয় শাড়ি, লুঙ্গি, ALLROGGED ব্র্যান্ডের টি-শার্ট।
Marlboro Gold সিগারেট, Skin Brite Cream, Clop G Cream, Skin Sunkise Cream।
জব্দকৃত সকল পণ্যের আনুমানিক বাজারমূল্য: ৯০ লক্ষ ৪০ হাজার টাকা।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এসব মালামাল অবৈধভাবে সীমান্ত পার করে দেশে আনা হয়েছে এবং সিলেটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তারা আরও একজন সহযোগীর সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
ঘটনার পরিপ্রেক্ষিতে শাহপরাণ (রহ.) থানায় মামলা নং-০৮/১৪৪, তারিখ: ১৭/০৬/২০২৫ ইং, ধারা: ২৫বি(১)(খ)/২৫ডি বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এ একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।