চাঁদপুরের মতলব উত্তরে সংবাদ সংগ্ৰহ করতে গিয়ে ২ সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। তাঁরা হলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও মতলব বার্তা নির্বাহী সম্পাদক আলআমিন পারভেজ এবং দৈনিক সংগ্রাম পত্রিকার মতলব প্রতিনিধি দেওয়ান মুরাদুজ্জামান।
জানা গেছে,১৭ জুন মঙ্গলবার (বিকেল সাড়ে পাঁচটায়) উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখা গ্ৰামে সরেজমিন সংবাদ সংগ্ৰহ করতে গেলে, এলাকার চিহ্নিত জমির দালাল, বিএনপির নামধারী,(মায়া চৌধুরীর ছেলে দীপু চৌধুরীর সহযোগি) গালিমখা গ্ৰামের ওয়াদুদ ভূইয়া ও সেলিম ভূঁইয়ার নেতৃত্বে ওই সাংবাদিকদের ওপর হামলা চালায়। এমনকি সাংবাদিকদের প্রান নাশের হুমকি দেয়।
এ ব্যাপারে মতলব উত্তর থানায় চিহ্নিত জমির দালাল, বিএনপির নামধারী (মায়া চৌধুরীর ছেলে দীপু চৌধুরীর সহযোগি) গালিমখা গ্ৰামের ওয়াদুদ ভূইয়া ও সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।