সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর-গোয়াইনঘাট সড়কের দীর্ঘদিনের দুরবস্থা এবং সংস্কার কাজে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে এবার সচেতন নাগরিক সমাজ ও পেশাজীবীরা একজোট হয়ে রাস্তায় নেমে এসেছেন।
স্থানীয় এক নাগরিক জানান, “২০১২ সাল থেকে প্রতিদিন রুস্তমপুর কলেজে যাওয়ার জন্য এ সড়ক ব্যবহার করে আসছি। বিগত তিন বছর ধরে সংস্কারের নামে যে দুর্নীতি ও অনিয়ম চলছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অথচ রাজনৈতিক নেতাদের পোস্টারে এলাকাজুড়ে ছেয়ে থাকলেও জনদুর্ভোগ নিয়ে কারো কণ্ঠ ছিল না।”
এ প্রেক্ষাপটে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের আহ্বানে রাস্তায় নামেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রায় ২০-২৫টি স্থানীয় সামাজিক সংগঠন, শতাধিক অনলাইনভিত্তিক সংগঠন এবং নানা পেশার প্রতিনিধিত্বকারী নাগরিকদের অংশগ্রহণে মানববন্ধনের আয়োজন করা হয়।
এই ঐক্যবদ্ধ মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী সংগঠনের প্রতিনিধিরা এবং মানবাধিকার কর্মীরা। তারা সবাই একসুরে দুর্নীতির প্রতিবাদ জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে গণমাধ্যমের ব্যাপক কাভারেজ দেখা যায়। সময় টেলিভিশন সহ একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এমনকি দুর্নীতি দমন কমিশনের একটি টিম সরেজমিনে এসে পরিস্থিতি পরিদর্শনও করে গেছে।
সচেতন নাগরিকদের আশা, এই ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ দেখা যাবে।
গোয়াইনঘাটের নাগরিক সমাজ একবার প্রমাণ করলো—প্রিয় নেতার প্রচারের চেয়ে জনস্বার্থে সচেতনতা আরও জরুরি।
সামনের দিনগুলোতে এই ঐক্য আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান সক্রিয় সামাজিক কর্মীরা।
“আমরা যারা সোস্যাল এক্টিভিস্ট, মানবাধিকারকর্মী—সজাগ ও সোচ্চার আছি। আপনাদেরও সজাগ থাকতে হবে।” – এক মানবাধিকার কর্মীর মন্তব্য।