রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে আলোচিত চাঁদাবাজি মামলার পলাতক আসামি মোঃ রানা মিয়া ওরফে বোতল রানা (২৫)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাজবাড়ী সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত বোতল রানা জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের নিয়মিত শেখের ছেলে।
শনিবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তথ্য মতে, রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামের সিমিক শেখ (৪৫) এর কাছে বোতল রানা, খুর মানিক, কুটি বিশ্বাস, লাবলু এবং আরও ৪-৫ জন মিলে চাঁদা দাবি করে।
চাঁদা না দেওয়ায় ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে পাকা রাস্তায় সিমিক শেখের ভাই সিদ্দিক শেখকে চাপাতি ও লোহার রড দিয়ে মারাত্মকভাবে আহত করে।
এ ঘটনায় তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।