সাভারের বিরুলিয়ার বাগ্নীবাড়ী কেন্দ্রীয় কবরস্থানে মাইলস্টোন স্কুলের ছাত্রী লামিয়া আক্তার সোনিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
মঙ্গলবার বিকেলে বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার আব্দুল বাসেদের নেতৃত্বে দলটি শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় তিনি বলেন, “২১ জুলাইয়ের মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীসহ অনেকেই প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসনের জন্য ২৪/৭ জরুরি সেবা সেল, কাউন্সেলিং ও মেডিকেল টিম চালু রয়েছে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নিহত লামিয়ার পরিবার ও বিমানবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।