রাজবাড়ী জেলা প্রতিনিধি:
আজ ৫ আগষ্ট /২০২৫ ইং রোজ মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকার সময় , রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে বিজয় রেলী অনুষ্ঠিত হয়।
উক্ত রেলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসলামপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান ১৯৭১ ইং সালের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা । আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী -২ আসনে ধানের শীষ প্রতীকে নমিনেশন প্রত্যাশি জনাব আবুল হোসেন খান
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরুল আমিন হাবীব সাবেক সংসদ সদস্য রাজবাড়ী -২
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খোন্দকার মশিউল আজম চুন্নু । সাবেক সাধারণ সম্পাদক বালিয়াকান্দি উপজেলা বিএনপি।
উপস্থিত ছিলেন মীর মনিরুজ্জামান বাবু সাবেক সভাপতি জামালপুর ইউনিয়ন বিএনপি , রফিকুল ইসলাম বাচ্চু সাবেক চেয়ারম্যান নবাবপুর ইউনিয়ন পরিষদ।
এস এম মিজানুর রহমান বিল্লাল বহরপুর ইউনিয়ন বিএনপি ।
জনাব সামসুল আলম সামু সাবেক সাধারণ সম্পাদক ইসলামপুর ইউনিয়ন বিএনপি।
এছাড়া উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় আনান্দ বিজয় রেলী বালিয়াকান্দি উপজেলা শহরের বিভিন্ন অলি গলি প্রদক্ষিন করেন ।
পরে বালিয়াকান্দি উপজেলা বাজার চৌরাস্তায় সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এসময় বক্তারা গত বছরের জুলাই ও আগস্ট মাসে যারা খুনি হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সেই সকল শহিদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করা হয়। খুনি হাসিনার বিচার দাবি করেন এবং খুনি হাসিনার বাংলাদেশ মাটিতে ঠাঁই হবেনা বলে এই প্রত্যাশা ব্যক্ত করেন।