বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরী পুর ইউনিয়নের দক্ষিন আজিজ পুর পাকা সড়কের সংযোগ হইতে আনুমানিক মাত্র নয়শত ফুট সড়কের গন্তব্যে অবস্থিত আজিজ পুর উচ্চ বিদ্যালয়, পশ্চিম গৌরী পুর ইউনিয়ন স্বাস্থ কমপ্লেক্স,আজিজ পুর প্রাইমারী বিদ্যালয়, সপ্তমৌজা শাহী ঈদগাহ,সপ্তমৌজা তাল তলা আজিজ পুর মাদ্রাসা,বনগ্রাম মহিলা মাদ্রাসা ও মোমিন পুর মহিলা মাদ্রাসা। এই জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন দক্ষিন আজিজ পুর, বদর পুর,শ্বশী পুর, বশির পুর,নলজুড় ও তাল তলার একাংশ সহ ছয়টি গ্রামের শিক্ষার্থী, রুগী সহ এলাকার হাজার হাজার লোকজন যাতায়াত করে থাকেন।সড়কটিতে কয়েক যোগ পুর্বে সড়ক নির্মান কালীন সময়ে দায়সারা মাটি ভরাটের কাজ হয়েছিলো,সেই থেকে এখনো আর কোন মাটি ভরাট হয়নি, যার ফলে একটু বৃষ্টি হলেই সৃষ্ট কাধাজলে পথচারীদের চরম দুর্ভোগ পুহাতে হয়। বর্ষার মৌসুম এলেই সাতার কেটে চলাচল ব্যাথিত বিকল্প উপায় থাকেনা।যার ফলে বিশেষ করে পুরো বর্ষার মৌসুম শিক্ষার্থীরা পড়া লেখা থেকে বঞ্চিত হয়ে পড়ে।যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সকল শ্রেনী পেশার মানুষ। সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ হওয়াতে দ্রোত মাটি ভরাট করে জন দুর্ভোগ লাগবে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
সড়কে মাটি ভরাটের অভাবে শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে।
-
বালাগঞ্জ থেকেঃ শেখ নজরুল ইসলাম।
- আপডেট সময় ০১:২১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- ১১ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত