ইলিশ সম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণে মা ইলিশ রক্ষায় ইলিশ মাছ শিকার নিষিদ্ধ কার্যক্রমের প্রথম দিন দিঘলিয়ায় শুরু হয়েছে অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি।
শুক্রবার (৪ অক্টোবর) দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী-এর নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের একটি টিম উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি তারা জেলে পল্লীতেও গিয়ে জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন এবং প্রজনন মৌসুমে — ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত — ইলিশ মাছ শিকার সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন।
অভিযানে উপস্থিত ছিলেন দিঘলিয়া মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আসলাম, মোঃ পাভেল, আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন প্রমুখ।
ইলিশ বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য সম্পদ এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস। এই ইলিশের ওপর দিঘলিয়ার হাজারো জেলে পরিবারের জীবিকা নির্ভরশীল। সরকার কর্তৃক এসব জেলে পরিবারকে বিকল্প আয়ের উৎসে উদ্বুদ্ধ করতে নিয়মিতভাবে গবাদিপশু ও অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ইলিশ শিকার নিষিদ্ধকালীন সময়ে প্রান্তিক জেলেদের তালিকা অনুযায়ী ২৫ কেজি করে চাল বিতরণ কর্মসূচিও চালু রয়েছে।