ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের অভাব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

মানুষের অভাব
মোঃ মিলন হক

পৃথিবীতে এতো মানুষ!
তাও মানুষের বড্ড অভাব।
মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না।
মানুষ হতে গেলে মনুষ্যত্ব লাগে,
সময়ের পরিক্রমায় মনুষ্যত্ব হারিয়ে যায়।

মানুষ মনুষ্যত্ব বিবর্জিত করে,
দালান কোঠার নিস্তব্ধ খাম্বার মতো হয়েছে।
শহরের দালান কোঠায়, বিশাল অট্টালিকায়
বাস করে, তাই হয়তো দালান কোঠার খাম্বার
মতো নিস্তব্ধ।

মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়েছে,
নিজের স্বার্থের কাছে, মানুষের ব্যস্ততার
কাছে মনুষ্যত্ব জলাঞ্জলি হয়েছে।

পৃথিবীতে এতো মানুষ থাকার পরও
পৃথিবী ভুগে মনুষ্যত্ববান মানুষের অভাবে।

মানুষের মাঝে মনুষ্যত্বের অভাবে একজন
আরেকজনের বিপদ-আপদ, দুঃখ, হাসি,
কান্নার এখন সঙ্গী হয় না।

ভালোবাসা আজ কেবল মুখের কথা,
স্বার্থ আর প্রয়োজনের বেড়াজালে বন্দি।
সহানুভূতি মরে গেছে কালের গর্ভে,
মানুষ খুঁজে নিজেকে—কিন্তু খুঁজে পায় না।

এক সময় গ্রামে-গঞ্জে, শহরে-মহল্লায়
পাশের মানুষের কান্না ছিল নিজের কান্না।
আজ পাশের ঘরের মানুষের খবর নেই,
কেউ কারও দুঃখের সাথি নয়।

সমাজ আজ শুধু ইট-কাঠের গুহা,
আর সেই গুহায় বন্দি হয়ে পড়েছে মনুষ্যত্ব।
মানুষের মাঝে আজ ‘মানুষ’ হয়ে ওঠা
সবচেয়ে কঠিন।

যদি পারো, মানুষের ভিড়ে
একটি মানুষ হয়ে দাঁড়াও।
তোমার অন্তরে গড়ে তোলো মনুষ্যত্বের মন্দির।
তাহলে একদিন এই পৃথিবী আবার
মানুষের গন্ধ পাবে,
মনুষ্যত্বের আলোয় আলোকিত হবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে শেরপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মানুষের অভাব

আপডেট সময় ১০:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

মানুষের অভাব
মোঃ মিলন হক

পৃথিবীতে এতো মানুষ!
তাও মানুষের বড্ড অভাব।
মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না।
মানুষ হতে গেলে মনুষ্যত্ব লাগে,
সময়ের পরিক্রমায় মনুষ্যত্ব হারিয়ে যায়।

মানুষ মনুষ্যত্ব বিবর্জিত করে,
দালান কোঠার নিস্তব্ধ খাম্বার মতো হয়েছে।
শহরের দালান কোঠায়, বিশাল অট্টালিকায়
বাস করে, তাই হয়তো দালান কোঠার খাম্বার
মতো নিস্তব্ধ।

মানুষ তার মনুষ্যত্ব বিসর্জন দিয়েছে,
নিজের স্বার্থের কাছে, মানুষের ব্যস্ততার
কাছে মনুষ্যত্ব জলাঞ্জলি হয়েছে।

পৃথিবীতে এতো মানুষ থাকার পরও
পৃথিবী ভুগে মনুষ্যত্ববান মানুষের অভাবে।

মানুষের মাঝে মনুষ্যত্বের অভাবে একজন
আরেকজনের বিপদ-আপদ, দুঃখ, হাসি,
কান্নার এখন সঙ্গী হয় না।

ভালোবাসা আজ কেবল মুখের কথা,
স্বার্থ আর প্রয়োজনের বেড়াজালে বন্দি।
সহানুভূতি মরে গেছে কালের গর্ভে,
মানুষ খুঁজে নিজেকে—কিন্তু খুঁজে পায় না।

এক সময় গ্রামে-গঞ্জে, শহরে-মহল্লায়
পাশের মানুষের কান্না ছিল নিজের কান্না।
আজ পাশের ঘরের মানুষের খবর নেই,
কেউ কারও দুঃখের সাথি নয়।

সমাজ আজ শুধু ইট-কাঠের গুহা,
আর সেই গুহায় বন্দি হয়ে পড়েছে মনুষ্যত্ব।
মানুষের মাঝে আজ ‘মানুষ’ হয়ে ওঠা
সবচেয়ে কঠিন।

যদি পারো, মানুষের ভিড়ে
একটি মানুষ হয়ে দাঁড়াও।
তোমার অন্তরে গড়ে তোলো মনুষ্যত্বের মন্দির।
তাহলে একদিন এই পৃথিবী আবার
মানুষের গন্ধ পাবে,
মনুষ্যত্বের আলোয় আলোকিত হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471