ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

সদর উপজেলা প্রতিনিধি:
(১৩জুলাই ২০২৫) চা পরিবেশন করতে কিছুটা দেরি হওয়াকে কেন্দ্র করে সিলেটের কাজির বাজার এলাকায় রুমন আহমদ (২২) নামে এক হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে এক যুবক কাজির বাজারের একটি স্থানীয় হোটেলে চা খেতে গেলে কর্মচারী রুমনের সঙ্গে চা পরিবেশনে দেরি হওয়া নিয়ে কথাকাটাকাটি হয়।

তখন হোটেল মালিক ও স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও কিছুক্ষণ পর ওই যুবক কয়েকজন সঙ্গীকে নিয়ে আবার হোটেলে ফিরে রুমনের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা রুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে হোটেলের অন্য কর্মচারী ও স্থানীয়রা রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. জিয়াউল হক জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “চা পরিবেশন করতে দেরি হওয়াকে কেন্দ্র করে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:৫৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

সদর উপজেলা প্রতিনিধি:
(১৩জুলাই ২০২৫) চা পরিবেশন করতে কিছুটা দেরি হওয়াকে কেন্দ্র করে সিলেটের কাজির বাজার এলাকায় রুমন আহমদ (২২) নামে এক হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে এক যুবক কাজির বাজারের একটি স্থানীয় হোটেলে চা খেতে গেলে কর্মচারী রুমনের সঙ্গে চা পরিবেশনে দেরি হওয়া নিয়ে কথাকাটাকাটি হয়।

তখন হোটেল মালিক ও স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও কিছুক্ষণ পর ওই যুবক কয়েকজন সঙ্গীকে নিয়ে আবার হোটেলে ফিরে রুমনের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা রুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে হোটেলের অন্য কর্মচারী ও স্থানীয়রা রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. জিয়াউল হক জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “চা পরিবেশন করতে দেরি হওয়াকে কেন্দ্র করে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471