ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধার তিস্তা সেতু উদ্বোধনের ২য় দিনের মাথায় চুরির মহোৎসব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

নুরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : -গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে তিস্তার বুকে নবনির্মিত মাওলানা ভাসানী সেতুটি উদ্বোধনের মাত্র দুই দিন পরই চুরি ও লুটপাটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গত ২০ আগস্ট বহুল প্রত্যাশিত এই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের পরদিনই প্রকাশ্যে দিবালোকে সেতু এলাকায় অবস্থিত চাইনিজ নির্মাণ ক্যাম্প থেকে রড, ইট, বালি, সিমেন্টসহ বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী লুটপাটের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়দের মাঝে ক্ষোভের ঝড় তোলে।

এরই মধ্যে উদ্বোধনের দ্বিতীয় দিনেই আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়—সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুতের ক্যাবল পর্যন্ত চুরি হয়ে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সেতুতে কর্মরত এক শ্রমিক, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয়দের প্রশ্ন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি জাতীয় সম্পদ উদ্বোধনের দুদিনের মাথায় যদি এভাবে লুটপাট আর চুরির শিকার হয়, তবে এর নিরাপত্তা কোথায়?
অভিযোগ উঠেছে, প্রশাসনের উদাসীনতা ও তদারকির অভাবেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

এলাকাবাসীর দাবি—অবিলম্বে সেতুর নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। “সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ — ওসি না সরালে দুর্বার আন্দোলন”

গাইবান্ধার তিস্তা সেতু উদ্বোধনের ২য় দিনের মাথায় চুরির মহোৎসব

আপডেট সময় ১১:৩৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

নুরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : -গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নে তিস্তার বুকে নবনির্মিত মাওলানা ভাসানী সেতুটি উদ্বোধনের মাত্র দুই দিন পরই চুরি ও লুটপাটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গত ২০ আগস্ট বহুল প্রত্যাশিত এই সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের পরদিনই প্রকাশ্যে দিবালোকে সেতু এলাকায় অবস্থিত চাইনিজ নির্মাণ ক্যাম্প থেকে রড, ইট, বালি, সিমেন্টসহ বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী লুটপাটের ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়দের মাঝে ক্ষোভের ঝড় তোলে।

এরই মধ্যে উদ্বোধনের দ্বিতীয় দিনেই আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়—সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুতের ক্যাবল পর্যন্ত চুরি হয়ে যায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সেতুতে কর্মরত এক শ্রমিক, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয়দের প্রশ্ন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি জাতীয় সম্পদ উদ্বোধনের দুদিনের মাথায় যদি এভাবে লুটপাট আর চুরির শিকার হয়, তবে এর নিরাপত্তা কোথায়?
অভিযোগ উঠেছে, প্রশাসনের উদাসীনতা ও তদারকির অভাবেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

এলাকাবাসীর দাবি—অবিলম্বে সেতুর নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471